প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি প্রতিনিধি দল গত রোবার ও সোমবার ( ২০ ও ২১ অক্টোবর ) দুই দিন ব্যাপী জলঢাকায় ইন্টিগ্রেটেড স্পন্সরশীপ প্রোগ্রাম-সিএনও এবং স্পন্সরশীপ প্রোগ্রাম নীলফামারী প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন নীলিমা ইয়াসমিন, হেড অফ কোস্টাল রিজিওন এ্যান্ড ন্যাশনাল প্রোগ্রাম; নোভা শামস, হেড অফ স্পন্সরশীপ কমিউনিকেশন; সায়েদুল হক, ইন্টিগ্রেটেড স্পন্সরশীপ প্রোজেক্ট ম্যানেজার; আশিক ফকির, এ্যাসিস্টেন্ট স্পন্সরশীপ ম্যানেজার; মনজুর আল খালেদ, এডুকেশন স্পেশালিস্ট এবং হাসিনুল কবির, এ্যাসিস্টেন্ট স্পন্সরশীপ ম্যানেজার।
ইএসডিও’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবু জাফর নূর মোহাম্মদ, হেড অফ ফিল্ড অপারেশন এ্যান্ড ফোকাল প্ল্যান ফান্ডেড প্রজেক্ট, এবং মোঃ আব্দুল মান্নান, প্রোজেক্ট ম্যানেজার। প্রতিনিধি দল প্রকল্পের শিশু বিকাশ কেন্দ্র, সিবিও মিটিং, নিরাপদ প্রসব সেবা কেন্দ্র, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কাউন্সেলিং সেশন, কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা কর্নার, ইয়ুথ লার্নিং সেন্টার এবং শিক্ষার্থীদের অগ্রগতি পর্যালোচনা সভা ও নাটক প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতিনিধি দলের সদস্যরা কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও কার্যক্রমের গুনগত মান দেখে অভিভূত হন। তারা ইএসডিও’র কর্মপ্রক্রিয়া ও কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন।
নীলিমা ইয়াসমিন বলেন, “শিশু বিকাশ কেন্দ্রগুলো কমিউনিটির অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে এবং অভিভাবকরা শিশুদের প্রতি অনেক সচেতন।” নোভা শামস কার্যক্রমের প্রশংসা করে বলেন, “শিশু বিকাশ কেন্দ্র, কিশোর-কিশোরী দলের কাউন্সেলিং সেশন, নিরাপদ প্রসব সেবা, ইয়ুথ লার্নিং সেন্টার সহ সবগুলো কার্যক্রমই অত্যন্ত চমৎকার।”
উল্লেখ্য, এই প্রকল্পের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিনিধি দলের জলঢাকায় ইন্টিগ্রেটেড স্পন্সরশীপ প্রোগ্রাম পরিদর্শন
৩৭