Home » প্রভাতি প্রকল্পের ট্রেডসমূহে এনএসডিএ-এর এ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

প্রভাতি প্রকল্পের ট্রেডসমূহে এনএসডিএ-এর এ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ৩৫ views
A+A-
Reset

ঠাকুরগাঁওয়ে গতকাল রোবার ( ১০ নভেম্বর )   ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও ইকো ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি) পরিচালিত  প্রভাতি প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের প্রথম  জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে। এদিন, ইআইটি’র হেড অফিস এবং কলেজপাড়া ভেন্যুতে আয়োজিত এ পরীক্ষা চলমান ছয়টি ট্রেডে অংশগ্রহণকারী মোট ১১৫ জন প্রশিক্ষণার্থীর জন্য অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য ট্রেডসমূহের মধ্যে রয়েছে   ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স ,প্লাম্বিং ,সুইং মেশিন অপারেশন , রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং , কম্পিউটার অপারেশন , গ্রাফিক্স ডিজাইন ।

অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত দক্ষতার পরীক্ষা দিয়েছে, যা ভবিষ্যতে তাদের চাকরি এবং ক্যারিয়ার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র