৩৩
কুড়িগ্রাম, ১৩ নভেম্বর ২০২৪: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর অঙ্গ প্রতিষ্ঠান কুড়িগ্রাম ইকো সেন্টার ফর স্কিল ডেভলপমেন্ট (কেইসিএসডি)-এর আয়োজনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভলপমেন্ট (আইএফএডি)-এর অর্থায়নে প্রভাতী ২য় পর্যায় প্রকল্পের অধীনে ১৪০ জন বেকার যুবক-যুবতীকে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মাসুদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেট সুপারভিশন ও জেলা লাইভলিহুড অফিসার মোঃ মনজুরুল হক এবং এলজিইডি প্রভাতী প্রকল্পের জনাব মোঃ আব্দুল হাই। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন ইএসডিও’র জেলা ফোকাল অরুণ চন্দ্র অধিকারী। অনুষ্ঠানে ইএসডিও’র অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণ কার্যক্রমে ৪টি ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে, যা বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।