Home » এডুকো বাংলাদেশ ও ইএসডিও’র উদ্যোগে কারিগরি শিক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর

এডুকো বাংলাদেশ ও ইএসডিও’র উদ্যোগে কারিগরি শিক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর

by Nobin Hasan
০ comments ৩৩ views
A+A-
Reset
নিজস্ব প্রতিবেদক  : সুবিধাবঞ্চিত যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এডুকো বাংলাদেশ এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) যৌথভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং ডিজিকন টেকনোলজির সাথে এই সমঝোতা সম্পন্ন হয়।
‘লিফট প্রকল্প’-এর আওতায় আয়োজিত এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত ৩০০ জন যুবক-যুবতীকে (১৬-২২ বছর বয়সী) আধুনিক চাকরির বাজারের উপযোগী করে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশ-এর ম্যানেজার-চাইল্ড লেবার ইলিমিনেশন আফজাল কবির খান। সভাপতিত্ব করেন ইএসডিও-এর এডভাইজার অটল কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার ইসলাম (সিনিয়র সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ইএসডিও), কে. এম শহিদুজ্জামান (উপজেলা সমাজসেবা অফিসার) এবং শেখ নওশের আলী (যুব উন্নয়ন কর্মকর্তা)।
বক্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত যুবকদের বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। প্রকল্পটির সফল বাস্তবায়ন তাদের কর্মসংস্থানের সুযোগ প্রসারিত করবে এবং আর্থসামাজিক উন্নয়নে সহায়ক হবে।
প্রধান অতিথি আফজাল কবির খান বলেন, “এই যৌথ উদ্যোগ যুব সমাজের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।”
লিফট প্রকল্পটি বিএমইটি-এর অনুমোদন সাপেক্ষে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালিত হবে। এই উদ্যোগের ফলে সুবিধাবঞ্চিত যুব সমাজকে কর্মক্ষম ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র