Home » ইএসডিও-র ‘কেয়ার গিভার’ প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের শতভাগ সাফল্য

ইএসডিও-র ‘কেয়ার গিভার’ প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের শতভাগ সাফল্য

by Nobin Hasan
০ comments ২১ views
A+A-
Reset
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর টিভেট ও ইআইটি পরিচালিত পিপিইপিপি (ইইউ) প্রকল্পের আওতায় “কেয়ার গিভার” ট্রেডে ৩ মাসব্যাপী ভোকেশনাল প্রশিক্ষণের ফাইনাল অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (NSDA) অনুমোদিত।
গতকাল , (২৩ নভেম্বর)   অনুষ্ঠিত এ অ্যাসেসমেন্টে উপস্থিত ছিলেন এনএসডিএ বোর্ড প্রতিনিধি মোঃ রোকন ইরফান, সহকারী পরিচালক (প্রতিষ্ঠান ও কোর্স পরিবীক্ষণ, NSDA), এবং অ্যাসেসর হিসেবে কৃপা মারিয়া, মোঃ বুলবুল আহমেদ, ও মোঃ রবিউল্লাহ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের পাশের হার ছিল ১০০%, যা ইএসডিও-র জন্য একটি গৌরবময় অর্জন। ইএসডিও এই সফলতার জন্য প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে তাদের আরও উন্নতির জন্য শুভকামনা জানিয়েছে।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ কার্যক্রম দক্ষ জনবল তৈরির পাশাপাশি দেশের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র