Home » ইএসডিও প্রধান কার্যালয় ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর আইসিভিজিডি প্রকল্প পরিচালক এস এম আরশাদ ইমামের পরিদর্শন

ইএসডিও প্রধান কার্যালয় ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর আইসিভিজিডি প্রকল্প পরিচালক এস এম আরশাদ ইমামের পরিদর্শন

by Nobin Hasan
০ comments ২৯ views
A+A-
Reset

শনিবার (২ নভেম্বর) – মহিলা বিষয়ক অধিদপ্তরের আইসিভিজিডি দ্বিতীয় পর্যায় প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) এস এম আরশাদ ইমাম ইএসডিও’র প্রধান কার্যালয় এবং লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঠাকুরগাঁও-এর উপপরিচালক এবং ইএসডিও আইসিভিজিডি-২ প্রকল্পের ফোকাল পার্সন মোঃ শামসুল হক মৃধা।

এস এম আরশাদ ইমাম ইএসডিওর বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি পরিদর্শন করেন এবং সংস্থাটির সমাজ উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি ইএসডিওর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং আইসিভিজিডি প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়নে সংস্থাটির উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ইএসডিও বর্তমানে ঢাকা বিভাগের ১২টি জেলায় আইসিভিজিডি-২ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে নারীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে ইএসডিও।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র