ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ইএসডিও ফ্যামিলি ডে-২০২৫। আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এই আয়োজনে ইএসডিও পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটান।
সাম্প্রতিক বার্তা
ইএসডিও’র আয়োজনে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন উন্নয়নে ‘Rewards & Recognition’ অনুষ্ঠান অনুষ্ঠিত
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে এবং Water.org-এর সহযোগিতায় “Enhancing Livelihoods Through Sustainable Credit Access: Improving Sanitation and Water Safety to Combat Poverty” প্রকল্পের ‘Rewards & Recognition’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার,ইএসডিও’র নির্বাহী পরিষদের সদস্য ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রংপুর অঞ্চল এর সাবেক উপ-পরিচালক আখতারুজ্জামান, ইএসডিও’র চেয়ারম্যান সফিকুল ইসলাম, এবং টিম লিডার (আইসিটি) শাশ্বত জামান।
এছাড়া, ইএসডিও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সকল জোনের উন্নয়নকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ পানি ও স্বাস্থসম্মত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে টেকসই ঋণপ্রাপ্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রকল্পের আওতায় সকল উন্নয়ন কর্মীদের কাজের সন্মাননা ও স্বীকৃতি প্রদান করা হয়।
প্রভাতি প্রকল্পের প্রশিক্ষণার্থী ও প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা ও ল্যাব পরিদর্শন
গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় লালমনিরহাটে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ের গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অভিজিত চৌধুরী।
সভায় লালমনিরহাট সদর উপজেলার চারটি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন। সভায় ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমন্বয়কারী ডলি রানি (এভিসিবি তৃতীয় পর্যায় প্রকল্প)। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের মামলার নথিপত্র ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
উল্লেখ্য, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
নীলফামারীর জলঢাকা উপজেলায় সুবিধাবঞ্চিত ও শীতার্ত শিশুদের সহায়তায় “ইএসডিও-কোল্ড ওয়েভ রেসপন্স প্রজেক্ট” এর আওতায় ৫৮০টি বন্ধু শিশুর পরিবারে শীতকালীন সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়ন—খুটামারা, কইমারী, গোলনা, ধর্মপাল, শিমুলবাড়ি এবং মীরগঞ্জে এই সহায়তা বিতরণ করা হয়।
উপকারভোগী পরিবারগুলোর জন্য শীতকালীন সহায়তা প্যাকেজে ছিল শিশুদের জন্য হাত মোজা, পা মোজা, টুপি, হুডি সুয়েটার, বসবাসের ঘর ও গবাদিপশুর জন্য ত্রিপল এবং প্রতিটি পরিবারের জন্য ১ হাজার টাকা নগদ সহায়তা।
সহায়তা গ্রহণ করে বন্ধু শিশু সাদিয়া মনি বলেন, “ইএসডিও এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে শীতকালীন সহায়তা পেয়ে আমি খুব খুশি। আজ থেকে আমাকে আর ঠান্ডা লাগবে না, সময়মতো স্কুলে যেতে পারবো।”
উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়নে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-কে সহায়তা করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
নীলফামারীতে ইএসডিও’র স্টাফ ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অনুষ্ঠিত
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর বাস্তবায়নে নীলফামারী ও ডোমার জোনের মাইক্রোফাইন্যান্স স্টাফদের জন্য ‘স্টাফ ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও রিফ্রেশার্স’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নীলফামারী জোন অফিসে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মোঃ খাতিবুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স), যিনি প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন। এছাড়াও, প্রশিক্ষণে জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসারগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রকল্পের ডেডিকেটেড প্রজেক্ট ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম একটি বিশেষ উপস্থাপনা প্রদান করেন। তিনি SMART (EFCM) প্রকল্পের স্মার্ট কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণটি প্রাণবন্ত হয়ে ওঠে। সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীরা তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের মূল বিষয়বস্তু সম্পর্কে গভীর ধারণা লাভ করেন।
ইএসডিও ও আম্রেফ হেলথ আফ্রিকা ইথিওপিয়া দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং আম্রেফ হেলথ আফ্রিকা ইথিওপিয়া দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইএসডিও হাউসে আয়োজিত এ বৈঠকে দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে এফএম ইথিওপিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জেনেটু অ্যাডিসু (প্রকল্প প্রযুক্তিগত লিড), হান্না হান্সেমো (ওয়াশ অ্যাডভাইজর), নাতিনায়েল বোগালে (প্রকল্প কর্মকর্তা), ওসেন গেজাহেন (প্রকল্প লিড), গেটেনেহ আবেবে (এম অ্যান্ড ই কর্মকর্তা), ফ্রেহিওট ডেরবে (ইঞ্জিনিয়ারিং লিড) এবং তেশোমে এরগেনা (প্রকল্প কর্মকর্তা)। অন্যদিকে, ইএসডিও’র পক্ষে উপস্থিত ছিলেন মো. মজিবুর রহমান (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও ফান্ড-রাইজিং বিশেষজ্ঞ), ফয়সাল এম রহমান (প্রতিষ্ঠান ও সরকার সংযোগ বিশেষজ্ঞ) এবং ইএসডিও’র উপদেষ্টা আটল কুমার, ফাইন্যান্স কন্ট্রোলার জিল্লুর রহমান, হেড অফ টিভেট শাহারিয়ার মাহমুদ সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাস্তবায়নকারী সংস্থাগুলোর ভূমিকা ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান গুলোর (এমএফআই) কার্যক্রম ও ইএসডিও’র উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ। আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।
বৈঠক শেষে ইএসডিও’র চমৎকার কাজের প্রশংসা করেন এফএম ইথিওপিয়ার প্রতিনিধিরা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশা ব্যক্ত করেন।