সাম্প্রতিক বার্তা
ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির ১৯৮তম ফিল্ড অফিসার ব্যাচের ভিত্তি প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁওয়ের ইএসডিও ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ইটিআরসি) ভেন্যুতে ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির ১৯৮তম ফিল্ড অফিসার ব্যাচের ৭ দিনব্যাপী ভিত্তি প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে ইএসডিও হেড অফিসের চেতনা বিকাশ কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ইএসডিও’র হেড অব কমপ্লায়েন্স অ্যান্ড ফিন্যান্স কন্ট্রোলার জিল্লুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসডিও’র হেড অব মাইক্রোফিন্যান্স স্বপন কুমার সাহা, হেড অব অপারেশন এমএফ মাজেদুল ইসলাম মামুন এবং হেড অব ট্রেনিং দেবাশীষ সরকার।
৩০ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। এতে ফিল্ড অফিসারদের মাইক্রোফিন্যান্স কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কাজের মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হবে।
ইএসডিও’র মাইক্রোফিন্যান্স কর্মসূচি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এই প্রশিক্ষণ কর্মসূচি নতুন ফিল্ড অফিসারদের পেশাগত দক্ষতা অর্জনে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় (২৮ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের গোবিন্দ নগরে অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. ইউনুছ আলী মহোদয়কে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান তাকে উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক মোহাম্মদ রুকুনুদ্দীন সরকার।
অনুষ্ঠানে ইএসডিও’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকেই সংবর্ধিত অতিথির প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। সংবর্ধিত অতিথি মো. ইউনুছ আলী ইএসডিও’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।
শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় মাস্টার ক্রাফটসপার্সন রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় মাস্টার ক্রাফটসপার্সন রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) ইএসডিও’র প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর উল আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইএসডিও’র হেড অফ ইনক্লুসিভ মাইক্রো ফিন্যান্স মো. আইনুল হক, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার দেবাশীষ সরকার এবং রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আহসান হাবীব।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন কারিগরি ও আর্থিক বিষয়ে দক্ষতা বৃদ্ধি এবং উন্নততর সেবা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, রেইজ প্রকল্পের মাধ্যমে পিকেএসএফ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আর্থিক সেবার সুযোগ বৃদ্ধি করে চলেছে।
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযানে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজন
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়ন পরিষদ এবং ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি কর্তৃক বাস্তবায়িত স্বপ্ন প্রকল্পের উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
ধর্মপাল ইউনিয়নে আয়োজন
ধর্মপাল ইউনিয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা বাবু ক্ষিরোদ চন্দ্র রায়, পারিবারিক বিরোধ নিরসন কমিটির সভাপতি মোছাঃ রাহেনা বেগম, শিশু ও নারী নির্যাতন কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী এবং স্বপ্ন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ সামসুল আলম।
চেয়ারম্যান মোঃ আবু তাহের শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, “বাল্যবিবাহ রোধ এবং নারী-পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সমাজে শান্তি ও সমতা নিশ্চিত করতে হবে। আমরা শিশু ও নারীদের সুরক্ষায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ।”
সোনারায় ইউনিয়নে আয়োজন
সোনারায় ইউনিয়নের সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফিরোজ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা তারেক রহমান, পারিবারিক বিরোধ নিরসন কমিটির সভাপতি মোছাঃ রাহিমা ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এবং স্বপ্ন প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
চেয়ারম্যান মোঃ গোলাম ফিরোজ চৌধুরী তার বক্তব্যে বলেন, “আমরা বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং যৌতুকবিহীন সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ নেব। সকল নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
প্রশাসনিক কর্মকর্তা তারেক রহমান নারীর প্রতি সহিংসতার বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং শিশুদের জন্ম নিবন্ধনে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
স্বরচিত কবিতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
উভয় ইউনিয়নে স্বপ্ন কর্মীদের অংশগ্রহণে স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে নারী ও শিশু নির্যাতনবিরোধী বার্তা প্রতিফলিত হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্বপ্ন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ সামসুল আলম জানান, প্রকল্পের স্বেচ্ছাসেবকরা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবেন।
এ কার্যক্রমের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরে সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত মর্যাদাপূর্ণ এবং স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীড্স) কর্মসূচির আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) উলিপুর, কুড়িগ্রামের ইএসডিও সীড্স প্রোগ্রাম অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইএসডিও সীড্স প্রোগ্রামের উপজেলা সমন্বয়কারী বিভাংশু মোহন রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট অফিসার মো: বাবুল মিয়া, সিনিয়র এপিসি আবু জাফর নূর মোহাম্মদ, ফোকাল পারসনসহ সীড্স প্রোগ্রামের অন্যান্য কর্মীবৃন্দ।
সভায় বজড়া, তবকপুর ও গুনাইগাছ ইউনিয়নের সংলাপ সেন্টারের কিশোরীরা তাদের পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ এবং আর্থ-সামাজিক সেবাদানে কার্যকর ভূমিকার কথা উল্লেখ করেন।
আলোচনায় অতিথিরা কিশোরীদের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের জীবন দক্ষতা গড়ে তোলার প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তারা এই কার্যক্রমের আরও সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ইএসডিও সীড্স কর্মসূচি কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট ও চিলমারী উপজেলার ৯টি ইউনিয়নে ৬টি সংলাপ সেন্টারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
জলঢাকায় ইএসডিও-ইন্টিগ্রেটেড স্পনসরশীপ প্রোগ্রামের সেফগার্ডিং অরিয়েন্টেশন অনুষ্ঠিত
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ইন্টিগ্রেটেড স্পনসরশীপ প্রোগ্রামের উন্নয়ন কর্মীদের জন্য সেফগার্ডিং অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ( ২৫ নভেম্বর ) জলঢাকায় অনুষ্ঠিত এই কর্মশালাটি পরিচালনা করেন ইএসডিওর সেফগার্ডিং ইউনিটের প্রধান আইরিন আক্তার।
অরিয়েন্টেশনে ইন্টিগ্রেটেড স্পনসরশীপ প্রোগ্রামের ৫৮ জন উন্নয়ন কর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা সেফগার্ডিং নীতি, যৌন শোষণ, হয়রানি এবং নির্যাতন প্রতিরোধের ওপর বিস্তারিত জ্ঞান অর্জন করেন এবং কর্মসূচিতে এসব নীতির প্রয়োগ করার দক্ষতা রপ্ত করেন।
কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইয়ুথ নেটওয়ার্কের সদস্যদের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) অনুষ্ঠিত হয়। এতে সেফগার্ডিং ইস্যু বাস্তবায়ন ও তার কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
প্রোগ্রামটি বাস্তবায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগিতা করছে।
কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা সেফগার্ডিং নীতি বাস্তবায়নে আরও দক্ষ ও সচেতন হওয়ার সুযোগ পেয়েছেন। এই উদ্যোগ কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
ঠাকুরগাঁওয়ে আরএমটিপি প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুধ উৎপাদন বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীরহাট কেশোরবাড়ী গ্রামে শনিবার (২৩ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)-এর আওতায় যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এই মাঠ দিবসটি নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), খামারি ও অন্যান্য অংশীদারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশোরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপি রাণী। সভাপতিত্ব, সঞ্চালনা ও আলোচনায় ছিলেন ভিসিএফ মো. হাসানুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন এভিসিএফ মো. আবুল হাসেম, ইএসডিও’র উন্নয়নকর্মী, এলএসপি, প্রাণি খাদ্য ব্যবসায়ী, ঘাস ব্যবসায়ী, লিড খামারি সহ প্রায় দেড় শতাধিক খামারি।
ভিসিএফ মো. হাসানুর রহমান আরএমটিপি প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং খামারিদের নিরাপদ দুধ ও মাংস উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন। লিড খামারিরা রেডিফিড, ঘাস, সাইলেজ ও পুষ্টি প্রযুক্তি ব্যবহার বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানে লাকি কুপনের মাধ্যমে ২১ জন খামারিকে পুরস্কৃত করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
খামারিরা জানান, এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তারা নতুন জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছেন, যা তাদের খামার ব্যবস্থাপনায় কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে সচেষ্ট থাকতে সাহায্য করবে।