Home » নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযানে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজন

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযানে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজন

by Nobin Hasan
০ comments ৭৯ views
A+A-
Reset

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়ন পরিষদ এবং ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি কর্তৃক বাস্তবায়িত স্বপ্ন প্রকল্পের উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

ধর্মপাল ইউনিয়নে আয়োজন
ধর্মপাল ইউনিয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা বাবু ক্ষিরোদ চন্দ্র রায়, পারিবারিক বিরোধ নিরসন কমিটির সভাপতি মোছাঃ রাহেনা বেগম, শিশু ও নারী নির্যাতন কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী এবং স্বপ্ন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ সামসুল আলম।

চেয়ারম্যান মোঃ আবু তাহের শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, “বাল্যবিবাহ রোধ এবং নারী-পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সমাজে শান্তি ও সমতা নিশ্চিত করতে হবে। আমরা শিশু ও নারীদের সুরক্ষায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ।”

সোনারায় ইউনিয়নে আয়োজন
সোনারায় ইউনিয়নের সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফিরোজ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা তারেক রহমান, পারিবারিক বিরোধ নিরসন কমিটির সভাপতি মোছাঃ রাহিমা ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এবং স্বপ্ন প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

চেয়ারম্যান মোঃ গোলাম ফিরোজ চৌধুরী তার বক্তব্যে বলেন, “আমরা বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং যৌতুকবিহীন সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ নেব। সকল নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

প্রশাসনিক কর্মকর্তা তারেক রহমান নারীর প্রতি সহিংসতার বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং শিশুদের জন্ম নিবন্ধনে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

স্বরচিত কবিতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
উভয় ইউনিয়নে স্বপ্ন কর্মীদের অংশগ্রহণে স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে নারী ও শিশু নির্যাতনবিরোধী বার্তা প্রতিফলিত হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 স্বপ্ন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ সামসুল আলম জানান, প্রকল্পের স্বেচ্ছাসেবকরা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবেন।

এ কার্যক্রমের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরে সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র