২৬
ঠাকুরগাঁওয়ে পাঁচটি ট্রেডে ৪৫ দিনের ভোকেশনাল প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নীলফামারী জেলা লাইভলিহুড অফিসার দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআইটি’র রিজিওনাল ম্যানেজার প্রবীর কুমার গুপ্ত এবং সঞ্চালনায় ছিলেন ইএসডিও-প্রভাতি-৩ প্রকল্পের ফোকাল পার্সন মো. তোফাজ্জল হোসেন।
এই প্রশিক্ষণ কার্যক্রমটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রভাতি প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে। এটি বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), এবং অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)।
প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং তাদের টেকসই উন্নয়নে সহায়তা প্রদান। এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবেন বলে আয়োজকরা আশাবাদী।