Home » ঠাকুরগাঁওয়ে পিপিইপিপি প্রকল্পের মাঠ কার্যক্রম পরিদর্শনে ইউএনও

ঠাকুরগাঁওয়ে পিপিইপিপি প্রকল্পের মাঠ কার্যক্রম পরিদর্শনে ইউএনও

by Nobin Hasan
০ comments ৩৩ views
A+A-
Reset
ঠাকুরগাঁও সদর উপজেলার পিপিইপিপি (ইইউ) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খাইরুল ইসলাম। সোমবার (তারিখ উল্লেখ করুন) ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় ইএসডিওর সংশ্লিষ্ট উন্নয়নকর্মীরা উপস্থিত থেকে প্রকল্পের লক্ষ্য ও অগ্রগতি সম্পর্কে ইউএনওকে অবহিত করেন। পিকেএসএফ-এর সহযোগিতায় পরিচালিত এ প্রকল্পটি সমাজের পিছিয়ে পড়া অতিদরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

ইউএনও মো. খাইরুল ইসলাম প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, “এ ধরনের উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উল্লেখ্য, পিপিইপিপি প্রকল্পটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অতিদরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদী কাজ করে যাচ্ছে।

 

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র