২৮
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম প্রচারের লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার সমীরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত এই সভায় গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়া, মামলার মেয়াদকাল, সুবিধা, এক্তিয়ারভুক্ত ও এখতিয়ার বহির্ভূত বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। অনুষ্ঠানে সমীরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক সেলিনা আক্তার (অর্থনীতি বিভাগ) ও সহকারী অধ্যাপক বিলকিস বানু (সমাজকর্ম বিভাগ) উপস্থিত ছিলেন। এছাড়া বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম আলোচনায় অংশ নেন।
মূল আলোচক ছিলেন, মোঃ জিবরিল ইডেন, উপজেলা কো-অর্ডিনেটর, “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্প। এ সময় তিনি শিক্ষার্থীদের গ্রাম আদালতের গুরুত্ব ও বিচার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে সচেতনতা বাড়িয়ে গ্রামীণ অঞ্চলের মানুষের বিচার প্রাপ্তি সহজতর করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্প বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।