Home » জলঢাকায় লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক নাট্য প্রদর্শনী

জলঢাকায় লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক নাট্য প্রদর্শনী

by Nobin Hasan
০ comments ৮৩ views
A+A-
Reset

মঙ্গলবার ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত স্পন্সরশীপ প্রোগ্রামের আওতায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ে জনসচেতনতা” সৃষ্টির লক্ষ্যে এক নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এই প্রদর্শনীতে ইএসডিও’র যুব নেটওয়ার্কের সদস্য মুন্নি আক্তার, কবিতা আক্তার, লুবা আক্তার, জাহিনুর, শাম্মী আক্তার, খোগেশ্বর, শাকিব, হৃদয় ও নবদ্বীপ অভিনয় করেন। নাটকের মূল বিষয়বস্তু ছিল লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যা স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
প্রায় ৩৫০ জন মানুষ, যার মধ্যে বিভিন্ন বয়সের শিশু, যুবক, কিশোর-কিশোরী, নারী, পুরুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং এই সচেতনতামূলক নাটক উপভোগ করেন।
এই নাট্য প্রদর্শনীটি সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়, যা এলাকার মানুষের মধ্যে লিঙ্গ বৈষম্য এবং শিশু সুরক্ষার বিষয়ে ইতিবাচক ধারণা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতরা।
উল্লেখ্য, ইএসডিও স্পন্সরশীপ প্রোগ্রামের আওতায় এই ধরনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র