৩০
স্ট্রমী ফাউন্ডেশন নরওয়ের অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে সীড্স কর্মসূচীর আওতায় এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চিলমারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, এবং কর্মসূচী অন্তর্ভুক্ত থানাহাট, রমনা ও রানীগঞ্জ ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ। এছাড়া ইএসডিও সীড্স কর্মসূচীর বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভার মূল বক্তব্য উপস্থাপন করেন কর্মসূচীর ব্যবস্থাপক আনোয়ার হোসেন। তিনি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সীড্স কর্মসূচীর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আলোচনা সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা কর্মসূচী সম্পর্কে ইতিবাচক মতামত প্রদান করেন এবং কর্মসূচীর সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ইএসডিও-সীড্স কর্মসূচীটি কুড়িগ্রাম জেলার উলিপুর, রাজারহাট ও চিলমারি উপজেলার ৯টি ইউনিয়নে ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচীটি পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে।