Home » ইকো সীডের স্বপ্নযাত্রা শুরু

ইকো সীডের স্বপ্নযাত্রা শুরু

by Nobin Hasan
০ comments ৫০০ views
A+A-
Reset

গুণগত মানসম্পন্ন বীজ সরবরাহের মাধ্যমে ডিলার ও চাষি পর্যায়ে বাজারজাতকরণ কার্যক্রম শুরু করেছে ইকো সীড। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান আজ ঢাকা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. সেলিম এবং সবজি চাষি মো. রানা হোসেনের হাতে ইকো সীড তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মো. তৌফিকুর রহমান তৌফিকসহ সংস্থার বিভিন্ন উন্নয়ন কর্মী।

ইকো সীডের লক্ষ্য হলো উন্নতমানের বীজ সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কার্যক্রমকে কৃষি উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, ইএসডিও দীর্ঘদিন ধরে কৃষি ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ইকো সীড কার্যক্রম তাদের এ প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র