Home » ইএসডিও’র ম্যানেজমেন্ট ট্রেইনিদের ট্রেইনিং সম্পন্ন, সনদপত্র বিতরণ

ইএসডিও’র ম্যানেজমেন্ট ট্রেইনিদের ট্রেইনিং সম্পন্ন, সনদপত্র বিতরণ

by Nobin Hasan
০ comments ৫৮ views
A+A-
Reset
 ঠাকুরগাঁওয়ের ইএসডিও ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ইটিআরসি) ভেন্যুতে ম্যানেজমেন্ট ট্রেইনিদের (অ্যাকাউন্টস) জন্য আয়োজিত ফাউন্ডেশন ট্রেনিং সনদপত্র বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ৭ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও’র হেড অব ফাইন্যান্স মোঃ সৈয়দ আলী, হেড অব লার্নিং অ্যান্ড ইনোভেশন মোঃ মাজেদুল ইসলাম মামুন, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স কন্ট্রোলার মোঃ মনিরুজ্জামান মনি, ট্রেনিং অ্যান্ড কাউন্সিলিং ম্যানেজার মোঃ শাহীন এবং ট্রেনিং কো-অর্ডিনেটর সেলিনা আক্তার।
এ প্রশিক্ষণে মোট ১৯ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। বক্তারা প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণের আশাবাদ ব্যক্ত করেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র