Home » ইএসডিও’র নতুন অফিসে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত

ইএসডিও’র নতুন অফিসে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ৩৭ views
A+A-
Reset
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর নতুন অফিসে প্রবেশ উপলক্ষে শুক্রবার বাদ আছর রংপুরের কামাল কাছনা এলাকায় ইএসডিও এম- ৩৬ অফিসে মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডামের নির্দেশনায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি ইএসডিও’র প্রধান কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
উল্লেখ্য, ইএসডিও দীর্ঘদিন ধরে দেশের উন্নয়ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন অফিস থেকে কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই অঞ্চলে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র