৯
ইএসডিও’র তিনযুগ পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সংস্থার প্রধান কার্যালয়ে ‘অনুভবে ঠাকুরগাঁও’ শীর্ষক তরুণ শিল্পীদের চিত্র প্রদর্শনী উদ্বোধন ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, “ইএসডিও তিনযুগ ধরে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে যে ভূমিকা পালন করে আসছে, তা অনন্য দৃষ্টান্ত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান এবং সাবেক অর্থ সচিব জনাব জাকির আহমেদ খান; ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের; আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ দেওয়ান এএইচ আলমগীর; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান; এবং এনজিও বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আনোয়ার হোসেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহম্মেদ। এছাড়া ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং বিভিন্ন দাতা সংস্থার কান্ট্রি ডিরেক্টরবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
চিত্র প্রদর্শনীতে ঠাকুরগাঁওয়ের তরুণ শিল্পীদের সৃষ্টিকর্ম প্রদর্শিত হয়, যা দর্শকদের প্রশংসা কুড়ায়।এবং অনুষ্ঠানে শীতার্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে ইএসডিও তার সামাজিক দায়বদ্ধতার আরেকটি উদাহরণ স্থাপন করে।