Home » ইএসডিও’র উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

ইএসডিও’র উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ২৮ views
A+A-
Reset
ঠাকুরগাঁও সদর উপজেলায় গতকাল (২ ডিসেম্বর )  ইএসডিও’র পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মোর্শেদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার শাকিল আহমেদ।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের জীবনের বিভিন্ন সফলতার গল্প উপস্থাপন করেন। তাঁদের প্রতিভা ও অর্জন তুলে ধরার মাধ্যমে অনুপ্রাণিত করা হয় উপস্থিত সবাইকে। সফল প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের অর্জনকে স্বীকৃতি দেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ সময় ইএসডিও পিপিইপিপি-ইইউ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করে তোলেন। এই আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের ইতিবাচক দিকগুলো সমাজের সামনে তুলে ধরার পাশাপাশি তাঁদের স্বাবলম্বী হওয়ার পথে উৎসাহিত করা হয়।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র