Home » ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির ষান্মাষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির ষান্মাষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

by admin
০ comments ৩৭৬ views
A+A-
Reset
ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির ষান্মাষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইএসডিও’র প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির এই ষান্মাষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং ইএসডিও’র আইসিটি বিভাগের  টিম লিডার শাশ্বত জামান প্রমুখ।
সভায় ইএসডিও’র মাইক্রোফিন্যান্স কর্মসূচির কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত উর্ধ্বতন কর্মকর্তা ও উন্নয়নকর্মীরা কর্মসূচির কার্যক্রম আরও কার্যকর ও জনকল্যাণমুখী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচি দেশের গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র