Home » ইএসডিও-আরএমটিপি’র আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ

ইএসডিও-আরএমটিপি’র আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ

by Nobin Hasan
০ comments ১৪ views
A+A-
Reset

গতকাল শনিবার (২ নভেম্বর )   ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি) এর অধীনে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), অ্যাম্বাসি অফ ডেনমার্ক (ড্যানিডা), এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যার লক্ষ্য হলো “স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” নির্মাণ।

এই চেক বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তাদের নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণে সহায়তা হিসেবে আধুনিক কসাইখানা স্থাপন, গাড়ল পালন প্রদর্শনী, এবং ই-ব্রোকার (অনলাইন গরু ক্রয়-বিক্রয়) কার্যক্রমের জন্য আংশিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইএসডিও’র হেড অব ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স মো. আইনুল হক, হেড অব মাইক্রোফিন্যান্স (অপারেশন) মো. মাজেদুল ইসলাম মামুন, এবং আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. বাবুল চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন। এছাড়াও ইএসডিও-আরএমটিপি প্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইএসডিও’র আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন মো. আইনুল হক উদ্যোক্তাদের নিরাপদ মাংস উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কার্যকর কৌশল ও নির্দেশনা দেন, যা তাদের ব্যবসার উন্নয়নে সহায়তা করবে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র