সাম্প্রতিক বার্তা
২০ নভেম্বর ২০২৪ তারিখে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত COP-29 জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে Keynote Speaker হিসেবে উপস্থিত থাকবেন দেশের সুপরিচিত উন্নয়ন সহযোগী সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
ড. মুহম্মদ শহীদ উজ জামান টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, এবং সামাজিক ন্যায্যতার ক্ষেত্রে এক স্বনামধন্য ব্যক্তিত্ব। তাঁর অসাধারণ নেতৃত্বে ইএসডিও বহু বছর ধরে বাংলাদেশে সামাজিক উন্নয়নের এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। সংস্থাটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে বিশেষ ভূমিকা রেখে চলেছে।
COP-29 সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, এবং সামাজিক উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি, তিনি বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য সম্ভাব্য সমাধান এবং উদ্যোগগুলো নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
আজ ইএসডিও’র উদ্যোগে মাওলানা ভাসানী স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোবার ( ১৭ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার ও ইএসডিও’র যৌথ উদ্যোগে বিকাল ৩টায় ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মাওলানা ভাসানীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা করা হবে। আয়োজক কমিটি সবাইকে এই আয়োজনে যোগ দিয়ে মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন। মাওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের এক কিংবদন্তি নেতা, যিনি কৃষক ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ইএসডিও’র উদ্যোগে ইউনিয়ন ভেটেরিনারি টেলিমেডিসিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ইকো-প্রাণিসেবা কার্যক্রমের আওতায় শনিবার ( ১৬ নভেম্বর ) আকচা লোকায়ন জীবন বৈচিত্র্য যাদুঘরে ইউনিয়ন ভেটেরিনারি টেলিমেডিসিন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাসহ এলএসপি ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনজিৎ চন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান। কর্মশালার সভাপতিত্ব করেন ইএসডিও আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. বাবুল চন্দ্র বর্মন।
প্রধান অতিথি ডা. রনজিৎ চন্দ্র সিংহ বলেন, “স্মার্ট লাইভস্টক গড়ে তুলতে ইএসডিও’র ইকো-প্রাণিসেবা কার্যক্রম একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। মাঠপর্যায়ের এলএসপিদের মাধ্যমে এই সেবা নিশ্চিত করতে হলে তাদের দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডা. সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, “ইকো-প্রাণিসেবার মাধ্যমে নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে একটি বড় পরিবর্তন আসবে। প্রাণিসম্পদ অধিদপ্তর প্রান্তিক পর্যায়ে টিকা সহজলভ্য করতে সব ধরনের সহযোগিতা করবে।”
কর্মশালায় এলএসপিদের টেলিমেডিসিন সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মাঠপর্যায়ের খামারিদের কাছে এই সেবা আরও কার্যকরভাবে পৌঁছানোর উপায় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ইএসডিও’র ইকো-প্রাণিসেবা কার্যক্রম দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ইএসডিও মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের ব্রাঞ্চ ম্যানেজারদের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের ব্রাঞ্চ ম্যানেজারদের তিন দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শুরু হয়ে শনিবার (১৬ নভেম্বর ) সমাপ্ত হয়। এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল মাইক্রোফিন্যান্স সেবাকে আরও উন্নত ও মানসম্মত করে তোলা এবং ব্রাঞ্চ ম্যানেজারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রোগ্রামকে আরও কার্যকর করা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র হেড অব এন্টার প্রাইজ মো: এনামুল হক ।
এ সময়, আরও বক্তব্য রাখেন হেড অব ট্রেনিং দেবাশীষ সরকার, ডেপুটি ট্রেনিং কো-ডিনেটর মো: সুজন খান ও ট্রেনিং এন্ড কাউন্সিলিং ম্যানেজার মোঃ শাহীন ।
জলঢাকায় জেএনও-ওয়াশ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নীলফামারী জেলার জলঢাকায় মাধ্যমিক বিদ্যালয়গুলোর ওয়াশ (ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন) সুবিধা উন্নত করার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে “জেএনও-ওয়াশ প্রকল্প” এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার জলঢাকা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
উপজেলা নির্বাহী অফিসার জি. আর. সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার সহকারী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মোঃ কামরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল গফুর তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল হক , জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মশিউর রহমান , প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিষ্ট পংকজ ময় ত্রিপুরা , ইএসডিও’র হেড অফ ফিল্ড অপারেশন আবু জাফর নূর মোহাম্মদ ,ইএসডিও জেএনও ওয়াশ প্রজেক্ট ম্যানেজার , মোঃ আব্দুল মান্নান । সভায় জেএনও-ওয়াশ প্রকল্পভূক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে জলঢাকা উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসার প্রায় ১৪,০০০ শিক্ষার্থী, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা, সরাসরি উপকৃত হবে। প্রকল্পটি বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়গুলোতে উন্নত ওয়াশ সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ওয়াশ, স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করা।সভায় জেএনও-ওয়াশ প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট পংকজ ময় ত্রিপুরা। সভার সঞ্চালনা করেন ইএসডিও জেএনও-ওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান।
জাপান ন্যাশনাল অফিস (জেএনও) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইএসডিও। প্রকল্পটি একিভূত মানসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।