ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে এবং Water.org-এর সহযোগিতায় “Enhancing Livelihoods Through Sustainable Credit Access: Improving Sanitation and Water Safety to Combat Poverty” প্রকল্পের ‘Rewards & Recognition’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার,ইএসডিও’র নির্বাহী পরিষদের সদস্য ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রংপুর অঞ্চল এর সাবেক উপ-পরিচালক আখতারুজ্জামান, ইএসডিও’র চেয়ারম্যান সফিকুল ইসলাম, এবং টিম লিডার (আইসিটি) শাশ্বত জামান।
এছাড়া, ইএসডিও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সকল জোনের উন্নয়নকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ পানি ও স্বাস্থসম্মত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে টেকসই ঋণপ্রাপ্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রকল্পের আওতায় সকল উন্নয়ন কর্মীদের কাজের সন্মাননা ও স্বীকৃতি প্রদান করা হয়।