Nobin Hasan
জামালপুরের মাদারগঞ্জে বন্যা পূর্বাভাস ভিত্তিক জামালপুরের মাদারগঞ্জে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইএসডিও সুফল-২ প্রকল্পের উদ্যোগে বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম পরিকল্পনা ও প্রস্তুতি কার্যক্রম নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৪) গুনারীতলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ইকো)-এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আরলি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) এর কারিগরি সহযোগিতায় এ মহড়াটি জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
গুনারীতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদুল ইসলামের সভাপতিত্বে মহড়ায় উপস্থিত ছিলেন ইএসডিও’র ফিল্ড অপারেশন প্রধান ও সুফল-২ প্রকল্পের ফোকাল পার্সন আবু জাফর নুর মোহাম্মদ। এ সময় তিনি অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
মহড়ায় বিভিন্ন সেক্টরভিত্তিক আগাম কার্যক্রম প্রদর্শন করা হয়, যার মধ্যে ছিল কৃষি খাতে বিশেষ পরামর্শ প্রদান, প্রাণিসম্পদের জন্য সাইলেজ প্রস্তুতি ও টিকা ক্যাম্প, মৎস্য খাতে পুকুর রক্ষণাবেক্ষণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা, বন্যা আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, বিপদাপন্ন জনগোষ্ঠীর তালিকা প্রস্তুতকরণ, ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থাপনা ইত্যাদি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসডিও সুফল-২ প্রকল্পের ম্যানেজার মো. আমীর হাসান। মহড়ায় স্থানীয় দৈনিক কালবেলা, এসএ টিভি প্রতিনিধি, ইউপি সদস্য এবং রাইমস-এর প্রতিনিধিরা অংশ নেন।
এই মহড়া কার্যক্রমটি দুর্যোগের আগে প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয় জনগোষ্ঠীকে বন্যার আগাম সতর্কবার্তা ও ব্যবস্থা গ্রহণে আরও সচেতন করে তুলেছে।
প্রতি বছর পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায়, ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বাংলা একাডেমিতে আয়োজিত যুব মেলায় দেশের বিভিন্ন উপজেলা থেকে আসা যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রির সুযোগ রয়েছে।
এ বছর প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর অধীনস্থ ইয়ুথ লার্নিং সেন্টার এই মেলায় অংশগ্রহণ করছে। ইয়ুথ লার্নিং সেন্টারের শিক্ষার্থী ফারহানা আক্তার এবং ইনোভেশন লিড ফাতেমা আক্তার প্রতিনিধি হিসেবে স্টলে উপস্থিত রয়েছেন। এখানে রয়েছে পাট, সূতা, কাঠ, বাঁশ, ম্যাক্রমের দড়ি এবং পুঁথি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প পণ্য। এছাড়াও, বাটিক, ব্লক ও সুতার ডিজাইনেবল থ্রিপিস ও শাড়িও প্রদর্শিত হচ্ছে।
মেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তাগণ ইয়ুথ লার্নিং সেন্টারের স্টল পরিদর্শন করেন এবং যুব উদ্যোক্তা তৈরিতে ইএসডিও’র উদ্যোগের প্রশংসা করেন।
রোববার (৩ নভেম্বর ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নুরুন্নাহার এবং উপসচিব জাহিদ নেওয়াজ ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রধান কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান-এর সঙ্গে মতবিনিময় করেন তারা।
মতবিনিময়কালে ড. মুহম্মদ শহীদ উজ জামান ইএসডিও’র বিভিন্ন কর্মসূচি ও সামাজিক উন্নয়নমূলক কাজ সম্পর্কে অতিথিদের অবহিত করেন। এ সময় ড. মুহম্মদ শহীদ উজ জামান ইএসডিও’র পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় ইএসডিও’র হেড অব উইং, যামিনী কুমার রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইএসডিও দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, যা প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ইএসডিও-আরএমটিপি’র আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ
গতকাল শনিবার (২ নভেম্বর ) ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি) এর অধীনে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), অ্যাম্বাসি অফ ডেনমার্ক (ড্যানিডা), এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যার লক্ষ্য হলো “স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” নির্মাণ।
এই চেক বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তাদের নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণে সহায়তা হিসেবে আধুনিক কসাইখানা স্থাপন, গাড়ল পালন প্রদর্শনী, এবং ই-ব্রোকার (অনলাইন গরু ক্রয়-বিক্রয়) কার্যক্রমের জন্য আংশিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইএসডিও’র হেড অব ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স মো. আইনুল হক, হেড অব মাইক্রোফিন্যান্স (অপারেশন) মো. মাজেদুল ইসলাম মামুন, এবং আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. বাবুল চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন। এছাড়াও ইএসডিও-আরএমটিপি প্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইএসডিও’র আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন মো. আইনুল হক উদ্যোক্তাদের নিরাপদ মাংস উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কার্যকর কৌশল ও নির্দেশনা দেন, যা তাদের ব্যবসার উন্নয়নে সহায়তা করবে।
ইএসডিও প্রধান কার্যালয় ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর আইসিভিজিডি প্রকল্প পরিচালক এস এম আরশাদ ইমামের পরিদর্শন
শনিবার (২ নভেম্বর) – মহিলা বিষয়ক অধিদপ্তরের আইসিভিজিডি দ্বিতীয় পর্যায় প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) এস এম আরশাদ ইমাম ইএসডিও’র প্রধান কার্যালয় এবং লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঠাকুরগাঁও-এর উপপরিচালক এবং ইএসডিও আইসিভিজিডি-২ প্রকল্পের ফোকাল পার্সন মোঃ শামসুল হক মৃধা।
এস এম আরশাদ ইমাম ইএসডিওর বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি পরিদর্শন করেন এবং সংস্থাটির সমাজ উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি ইএসডিওর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং আইসিভিজিডি প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়নে সংস্থাটির উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ইএসডিও বর্তমানে ঢাকা বিভাগের ১২টি জেলায় আইসিভিজিডি-২ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে নারীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে ইএসডিও।
ইএসডিওর প্রধান কার্যালয়ে অতিরিক্ত সচিব মোছাঃ নূরজাহান খাতুনের পরিদর্শন
শনিবার (২ নভেম্বর ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোছাঃ নূরজাহান খাতুন ইএসডিও এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় ইএসডিওর হেড অব উইং, যামিনী কুমার রায়, সংস্থাটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান ও সংস্থার কর্মপদ্ধতি সম্পর্কে তাকে অবহিত করেন।
পরিদর্শনকালে ইএসডিওর পক্ষ থেকে মোছাঃ নূরজাহান খাতুন সহ অন্যদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) ড. নাছিমা বেগম এবং ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেন।
এই সফরে অতিথিরা ইএসডিওর বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পর্যবেক্ষণ করেন এবং সংস্থাটির প্রচেষ্টার প্রশংসা করেন।