Nobin Hasan
ইএসডিও আরএমটিপি-এর অধীনে উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমনিরহাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালতের কার্যক্রম প্রচারে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
চ্যাম্পিয়ন অফ কজ’ ক্যাটাগরিতে ট্যালি সলিউশনস বাংলাদেশের সম্মাননা পেল ইএসডিও
কুড়িগ্রামে ১৪০ জন যুবকের কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
ইএসডিও প্রধান কার্যালয়ে উপসচিব ড. বিলকিস বেগমের পরিদর্শন ও মতবিনিময়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) ড. বিলকিস বেগম ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। ইএসডিও’র সমাজ উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষা প্রসার ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি সংস্থাটির সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হন।
পরিদর্শনকালে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সাথে মতবিনিময় করেন ড. বিলকিস বেগম। ইএসডিও’র কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরে তিনি সংস্থার প্রশংসা করেন এবং এর অগ্রগতির বিষয়ে তার সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, “ইএসডিও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং এ ধরনের কার্যক্রম শিক্ষা খাতে বিশেষ অবদান রাখছে।”
ড. শহীদ উজ জামান ইএসডিও’র চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপসচিবকে অবহিত করেন। তিনি ইএসডিও’র সমাজসেবামূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
ড. বিলকিস বেগমের এই পরিদর্শন ইএসডিও’র কর্মপরিকল্পনা ও কার্যক্রমে এক নতুন প্রেরণা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ইএসডিও প্রধান কার্যালয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হকের পরিদর্শন ও মতবিনিময়
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক সোমবার সকালে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এসময় ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সাথে তিনি মতবিনিময় করেন এবং ইএসডিও’র সমাজ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ঘনিষ্ঠভাবে অবগত হন।
মতবিনিময়কালে লে. কর্নেল জিয়াউল হক ইএসডিও’র বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সীমান্ত এলাকার মানুষের জন্য ইএসডিও’র উদ্যোগসমূহকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ইএসডিও দেশের বিভিন্ন অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে যে অবদান রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
ড. শহীদ উজ জামান ইএসডিও’র চলমান প্রকল্প, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি সীমান্তবর্তী এলাকার মানুষের উন্নয়নে ইএসডিও’র অঙ্গীকার ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ পরিদর্শন ইএসডিও’র কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে গতকাল রোবার ( ১০ নভেম্বর ) ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও ইকো ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি) পরিচালিত প্রভাতি প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের প্রথম জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে। এদিন, ইআইটি’র হেড অফিস এবং কলেজপাড়া ভেন্যুতে আয়োজিত এ পরীক্ষা চলমান ছয়টি ট্রেডে অংশগ্রহণকারী মোট ১১৫ জন প্রশিক্ষণার্থীর জন্য অনুষ্ঠিত হয়।
উল্লেখযোগ্য ট্রেডসমূহের মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স ,প্লাম্বিং ,সুইং মেশিন অপারেশন , রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং , কম্পিউটার অপারেশন , গ্রাফিক্স ডিজাইন ।
এ অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত দক্ষতার পরীক্ষা দিয়েছে, যা ভবিষ্যতে তাদের চাকরি এবং ক্যারিয়ার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রাজশাহী জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে ইএসডিও’র সার্বিক তত্ত্বাবধানে এবং ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালের একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশন এবং ওয়াটারএইড বাংলাদেশ এ প্রকল্প হাতে নেয়। এরই অংশ হিসেবে রাজশাহী জেলা জজ কোর্ট প্রাঙ্গণ এবং জেলা স্টেডিয়ামে দুইটি টয়লেট নির্মাণ করা হয়। নতুন এই টয়লেটে নারী, পুরুষ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। মেয়েদের জন্য পিরিয়ড ম্যানেজমেন্ট সুবিধা, নিরাপত্তার জন্য সিসিটিভি এবং মহিলা সহায়ক কর্মীও রয়েছে।
০৬ নভেম্বর ২০২৪ তারিখে রাজশাহী জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহানগর জেলা ও দায়রা জজ আব্দুল কালাম আজাদ। এছাড়া ওয়াটারএইডের প্রতিনিধি রাজিয়া সুলতানা লুনা, প্রকল্প সমন্বয়কারী কে. এ. আমিন এবং ইএসডিও’র মো. এনামুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি গোলক চন্দ্র বিশ্বাস ওয়াটারএইড বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টয়লেটের সুষ্ঠু ব্যবস্থাপনার নির্দেশ দেন। রাজিয়া সুলতানা লুনা টয়লেটের রক্ষণাবেক্ষণ গাইডলাইন তৈরির পরামর্শ দেন এবং কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।