Home » ACTED বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরের ইএসডিও’র কার্যক্রম পরিদর্শন

ACTED বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরের ইএসডিও’র কার্যক্রম পরিদর্শন

by Nobin Hasan
০ comments ৪১ views
A+A-
Reset
 ACTED বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জুলি ভারবার্গ ইএসডিও’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। শুক্রবার  সকালে তিনি ইকো পাঠশালা অ্যান্ড কলেজ চত্বরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এর পরে  তিনি সদর উপজেলার নারগুন কহরপাড়ায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কমিউনিটির বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে জানতে চান।

পরিদর্শনকালে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং ACTED বাংলাদেশের সংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

বিকেলে জুলি ভারবার্গ ইএসডিও’র লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন।এবং সন্ধ্যায় ইএসডিও’র প্রধান কার্যালয়ের সেমিনার হলে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে তিনি সংস্থার সিনিয়র ম্যানেজমেন্টের সঙ্গে মতবিনিময় করেন।

সবশেষে তিনি ইকো পাঠশালা অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও ইএসডিও’র উন্নয়ন কর্মীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ও ইএসডিও’র পরিচালক প্রশাসন সেলিমা আখতার তাকে উত্তরীয় পড়িয়ে দেন এবং ক্রেস্ট  প্রদান করেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র