Home » প্রভাতি প্রকল্পের প্রশিক্ষণার্থী ও প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা ও ল্যাব পরিদর্শন

প্রভাতি প্রকল্পের প্রশিক্ষণার্থী ও প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা ও ল্যাব পরিদর্শন

by Nobin Hasan
০ comments ৫১ views
A+A-
Reset
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর অঙ্গ প্রতিষ্ঠান ইকো-সেন্টার ফর স্কিল ডেভলপমেন্ট (ইসিএসডি), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর যৌথ উদ্যোগে পরিচালিত প্রভাতি প্রকল্পের প্রশিক্ষণার্থী, আত্মকর্মসংস্থানে সফল ব্যক্তিবর্গ ও প্রবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা ও ল্যাব পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার মিসেস রিল্লে কেরলি এবং বিশেষ অতিথি ছিলেন ইফাদ কনসুলেট মিসেস এলিলি ব্রি ও ইফাদ-এর কান্ট্রি প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব নাবিল রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রভাতি প্রকল্পের পরিচালক  মোঃ আনিসুল ওয়াহাব খান ও  মোঃ রায়হান সিদ্দিকী, প্রভাতি প্রকল্পের এম.ই.কে জনাব এসএম সেলিম, এলজিইডি জামালপুর-এর নির্বাহী প্রকৌশলী  উজ্জ্বল ত্রিপুরা, প্রভাতি প্রকল্পের টিম লিডার (এলজিইডি/ইফাদ-ইউএন)  মাইকেল এ রায়, এলজিইডি ঢাকা-এর লাইভলিহুড স্পেশালিস্ট  মোঃ মাকসুদুর রহমান এবং এলজিইডি জামালপুর-এর লাইভলিহুড অফিসার  মোঃ আইয়ুব হোসেন।
সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন ইএসডিও’র হেড অফ প্রোগ্রাম ও প্রভাতি প্রকল্পের ফোকাল পারসন  মোঃ তোফাজ্জল হোসাইন, ইএসডিও জামালপুর-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার  মোঃ সোহান মিয়া এবং ইএসডিও জামালপুর-এর হেড অফ প্রোগ্রাম ম্যানেজার জনাব হাসান জামান টুটুল।
এই মতবিনিময় সভায় প্রশিক্ষণ গ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের বিষয়ে মতামত প্রদান করেন। এছাড়া, উপস্থিত অতিথিবৃন্দ প্রশিক্ষণ ল্যাব পরিদর্শন করেন এবং প্রভাতি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানেন।
ইএসডিও ও ইসিএসডি জামালপুরের সকল উন্নয়নকর্মী এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র