Home » নীলফামারীতে ইএসডিও’র স্টাফ ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অনুষ্ঠিত

নীলফামারীতে ইএসডিও’র স্টাফ ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ৪৮ views
A+A-
Reset

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর বাস্তবায়নে নীলফামারী ও ডোমার জোনের মাইক্রোফাইন্যান্স স্টাফদের জন্য ‘স্টাফ ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ও রিফ্রেশার্স’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নীলফামারী জোন অফিসে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মোঃ খাতিবুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স), যিনি প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন। এছাড়াও, প্রশিক্ষণে জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসারগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রকল্পের ডেডিকেটেড প্রজেক্ট ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম একটি বিশেষ উপস্থাপনা প্রদান করেন। তিনি SMART (EFCM) প্রকল্পের স্মার্ট কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণটি প্রাণবন্ত হয়ে ওঠে। সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীরা তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের মূল বিষয়বস্তু সম্পর্কে গভীর ধারণা লাভ করেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র