৩৩
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ( ৯ ডিসেম্বর) ইএসডিও প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়। “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে ইএসডিও জেন্ডার সেল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইএসডিও জেন্ডার সেলের ভাইস চেয়ারম্যান এবং ইকো পাঠশালা এন্ড কলেজের উপাধ্যক্ষ জহুরাতুন নেছা। অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইএসডিওর পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। তিনি বেগম রোকেয়ার অবদান ও দিবসটির তাৎপর্য তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব মাইক্রোফিন্যান্স (ভারপ্রাপ্ত) স্বপন কুমার শাহা, রত্না সরকারসহ ইএসডিওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ইকো পাঠশালা এন্ড কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী।
আলোচনা সভায় বক্তারা বেগম রোকেয়ার সংগ্রামী জীবন এবং সমাজে নারীর অধিকার ও শিক্ষার প্রসারে তার অবদান নিয়ে আলোচনা করেন। এ সময় সহিংসতামুক্ত ও নারী-বান্ধব সমাজ গঠনে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ইএসডিও জেন্ডার সেলের এমন উদ্যোগকে উপস্থিতরা স্বাগত জানান এবং ভবিষ্যতে নারীর উন্নয়নমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।