৫৯
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় মাষ্টার ক্রাফটসপার্সনদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জগদলস্থ বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইএসডিওর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার–ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন দেবাশীষ সরকার, ক্রেডিট কো-অর্ডিনেটর মো. এনামুল হক, জোনাল ম্যানেজার (দিনাজপুর জোন) মো. আহসান হাবীব ।
প্রশিক্ষণে মাষ্টার ক্রাফটসপার্সনদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী ধারণা এবং কর্মসংস্থান বৃদ্ধি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন।
ইএসডিও’র পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পের লক্ষ্য হলো অনানুষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষের দক্ষতা বৃদ্ধি এবং তাদের কর্মসংস্থানের উন্নয়ন নিশ্চিত করা। অংশগ্রহণকারীরা ইএসডিওর এমন উদ্যোগকে অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণ আয়োজনের আহ্বান জানান।