Home » ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ন্যায্য মূল্যে মাছ বিক্রি

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ন্যায্য মূল্যে মাছ বিক্রি

by Nobin Hasan
০ comments ৩৫ views
A+A-
Reset

পিকেএসএফের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সংলগ্ন ন্যায্য মূল্যের কৃষকের বাজারে আধুনিক ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ মাছ বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইএসডিও মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ইএসডিও সদস্যদের মাছ চাষে বিভিন্ন কারিগরি পরামর্শ দেওয়া হয়। এর ফলে তাদের উৎপাদিত মাছ ভ্রাম্যমাণ মাছ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে অত্যন্ত সুন্দর এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছেন।

কৃষিবিদ বাবুল বণিক বলেন, “কৃষকের বাজারে ইএসডিও সদস্যদের উৎপাদিত সতেজ মাছ ন্যায্য মূল্যে ক্রেতাদের দিতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগের জন্য কৃষকের বাজার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

এই উদ্যোগে একদিকে ক্রেতারা পাচ্ছেন সতেজ এবং গুণগত মানসম্পন্ন মাছ, অন্যদিকে চাষিরাও পাচ্ছেন ন্যায্য মূল্য—যা উভয় পক্ষের জন্যই ইতিবাচক প্রভাব ফেলছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র