Home » ইএসডিও’র উদ্যোগে অতিরিক্ত সচিব মো. ইউনুছ আলীকে সংবর্ধনা

ইএসডিও’র উদ্যোগে অতিরিক্ত সচিব মো. ইউনুছ আলীকে সংবর্ধনা

by Nobin Hasan
০ comments ৫৭ views
A+A-
Reset

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় (২৮ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের গোবিন্দ নগরে অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. ইউনুছ আলী মহোদয়কে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান তাকে উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক মোহাম্মদ রুকুনুদ্দীন সরকার।

অনুষ্ঠানে ইএসডিও’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকেই সংবর্ধিত অতিথির প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। সংবর্ধিত অতিথি মো. ইউনুছ আলী ইএসডিও’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র