ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ইন্টিগ্রেটেড স্পনসরশীপ প্রোগ্রামের উন্নয়ন কর্মীদের জন্য সেফগার্ডিং অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ( ২৫ নভেম্বর ) জলঢাকায় অনুষ্ঠিত এই কর্মশালাটি পরিচালনা করেন ইএসডিওর সেফগার্ডিং ইউনিটের প্রধান আইরিন আক্তার।
অরিয়েন্টেশনে ইন্টিগ্রেটেড স্পনসরশীপ প্রোগ্রামের ৫৮ জন উন্নয়ন কর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা সেফগার্ডিং নীতি, যৌন শোষণ, হয়রানি এবং নির্যাতন প্রতিরোধের ওপর বিস্তারিত জ্ঞান অর্জন করেন এবং কর্মসূচিতে এসব নীতির প্রয়োগ করার দক্ষতা রপ্ত করেন।
কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইয়ুথ নেটওয়ার্কের সদস্যদের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) অনুষ্ঠিত হয়। এতে সেফগার্ডিং ইস্যু বাস্তবায়ন ও তার কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
প্রোগ্রামটি বাস্তবায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগিতা করছে।
কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা সেফগার্ডিং নীতি বাস্তবায়নে আরও দক্ষ ও সচেতন হওয়ার সুযোগ পেয়েছেন। এই উদ্যোগ কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।