Home » বাকুতে COP-29 সম্মেলনে ড. মুহম্মদ শহীদ উজ জামান

বাকুতে COP-29 সম্মেলনে ড. মুহম্মদ শহীদ উজ জামান

by Nobin Hasan
০ comments ৭০ views
A+A-
Reset

২০ নভেম্বর ২০২৪ তারিখে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত COP-29 জলবায়ু সম্মেলনে    বাংলাদেশ প্যাভিলিয়নে Keynote Speaker হিসেবে উপস্থিত থাকবেন দেশের সুপরিচিত উন্নয়ন সহযোগী সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

ড. মুহম্মদ শহীদ উজ জামান টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, এবং সামাজিক ন্যায্যতার ক্ষেত্রে এক স্বনামধন্য ব্যক্তিত্ব। তাঁর অসাধারণ নেতৃত্বে ইএসডিও বহু বছর ধরে বাংলাদেশে সামাজিক উন্নয়নের এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। সংস্থাটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে বিশেষ ভূমিকা রেখে চলেছে।

COP-29 সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, এবং সামাজিক উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি, তিনি বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য সম্ভাব্য সমাধান এবং উদ্যোগগুলো নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

 

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র