মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোবার ( ১৭ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার ও ইএসডিও’র যৌথ উদ্যোগে বিকাল ৩টায় ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মাওলানা ভাসানীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা করা হবে। আয়োজক কমিটি সবাইকে এই আয়োজনে যোগ দিয়ে মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন। মাওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের এক কিংবদন্তি নেতা, যিনি কৃষক ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আজ ইএসডিও’র উদ্যোগে মাওলানা ভাসানী স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
৭১