৬৯
জামালপুরের মাদারগঞ্জে ইএসডিও সুফল-২ প্রকল্পের আওতায় বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম পরিকল্পনা ও কার্যক্রম বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জোড়খালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন্স (একো)-এর আর্থিক সহায়তায় ও রাইমসের কারিগরি সহযোগিতায় চরগোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়।
জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন এবং মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল।
মহড়ায় সেক্টর ভিত্তিক পূর্বাভাসের মাধ্যমে বিভিন্ন আগাম পরিকল্পনা কার্যক্রম প্রদর্শন করা হয়, যার মধ্যে ছিল কৃষি ভিত্তিক বিশেষ পরামর্শ ও সেবা, প্রাণিসম্পদের জন্য সাইলেজ প্রস্তুতকরণ ও টিকা ক্যাম্প আয়োজন, মৎস্য বিভাগের মাধ্যমে পুকুর রক্ষাণাবেক্ষণ প্রক্রিয়া, এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান। এছাড়াও, বন্যা আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, বিপদাপন্ন জনগণের তালিকা প্রস্তুতকরণ, ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রমও প্রদর্শিত হয়।
ইএসডিও সুফল-২ প্রকল্পের ম্যানেজার মো. আমীর হাসান এই মহড়া পরিচালনা করেন। উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি আকন্দ সোহাগ, দৈনিক যায়যায়দিনের মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি হুমায়ন কবির বক্কর, জোড়খালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজনু আকন্দসহ অন্যান্য ইউপি সদস্য ও রাইমস প্রতিনিধিরা।