ঠাকুরগাঁওয়ে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে আএমটিপি এর অধীনে মনিটরিং ও ইভালুয়েশন বিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ২৬-৩০ অক্টোবর পর্যন্ত চলমান এই কর্মশালাটি ইএসডিও’র আয়োজনে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন -পিকেএসএফ-এর সহায়তায় পরিচালিত হচ্ছে। এতে অংশ নিয়েছেন দেশের ১৮টি সহযোগী সংস্থার প্রোগ্রাম ম্যানেজমেন্ট ও মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কর্মকর্তারা।
কর্মশালার উদ্বোধন করেন পিকেএসএফ-এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ডীন প্রফেসর মো. বশির আহমেদ, পিকেএসএফ-এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মো. এরফান আলী, পিকেএসএফ-র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মো. আনিছুর রহমান এবং ট্রেনার এস এম জুবায়ের আলি খান। প্রশিক্ষণের সঞ্চালনায় ছিলেন ইএসডিও-র হেড অব ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স মো. আইনুল হক। তিনি ইএসডিও-র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া মাঠপর্যায়ের কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় এবং লার্নিং অ্যান্ড শেয়ারিং সেশনে সঞ্চালক হিসেবে ছিলেন পিকেএসএফ আরএমটিপি প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মো. আনিছুর রহমান। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মনিটরিং এবং ইভালুয়েশন কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করতে পারবেন, যা স্থানীয় উদ্যোগগুলোর উন্নয়নে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।