বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় নির্ধারণে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে সমমনা উন্নয়ন সংস্থা ও যুব নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইএসডিও’র ইন্টিগ্রেটেড স্পন্সরশীপ প্রকল্পের অধীনে এই সভা আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল মান্নান। এতে আসমানি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছা. শিরিন আক্তার আশা, অভিনন্দন ফাউন্ডেশনের ট্রেনিং অ্যান্ড প্রোগ্রাম অফিসার আরজিনা বেগম, উপজেলা যুব নেটওয়ার্কের সহ-সভাপতি সুমনা আক্তার পিংকিসহ বিভিন্ন সংস্থার ১৬ জন উন্নয়ন কর্মী ও যুব নেটওয়ার্কের ৬ জন সদস্য অংশ নেন।
সভায় বাল্য বিবাহের কারণ ও প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। স্ব-স্ব সংস্থার কার্যক্রমের মধ্যে বিদ্যমান সুযোগগুলোকে কাজে লাগিয়ে কীভাবে যৌথভাবে এই সমস্যা মোকাবিলা করা যায়, তা নিয়ে পরিকল্পনা তৈরি করা হয়।
উপজেলা যুব নেটওয়ার্কের সহ-সভাপতি সুমনা আক্তার পিংকি বলেন, “বাল্য বিবাহ আমাদের স্বপ্নপূরণের পথে প্রধান বাধা। এই সভা আমাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করেছে।”
প্রকল্প বাস্তবায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইএসডিও এই কার্যক্রম পরিচালনা করছে।