প্রতি বছর পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায়, ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বাংলা একাডেমিতে আয়োজিত যুব মেলায় দেশের বিভিন্ন উপজেলা থেকে আসা যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রির সুযোগ রয়েছে।
এ বছর প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর অধীনস্থ ইয়ুথ লার্নিং সেন্টার এই মেলায় অংশগ্রহণ করছে। ইয়ুথ লার্নিং সেন্টারের শিক্ষার্থী ফারহানা আক্তার এবং ইনোভেশন লিড ফাতেমা আক্তার প্রতিনিধি হিসেবে স্টলে উপস্থিত রয়েছেন। এখানে রয়েছে পাট, সূতা, কাঠ, বাঁশ, ম্যাক্রমের দড়ি এবং পুঁথি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প পণ্য। এছাড়াও, বাটিক, ব্লক ও সুতার ডিজাইনেবল থ্রিপিস ও শাড়িও প্রদর্শিত হচ্ছে।
মেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তাগণ ইয়ুথ লার্নিং সেন্টারের স্টল পরিদর্শন করেন এবং যুব উদ্যোক্তা তৈরিতে ইএসডিও’র উদ্যোগের প্রশংসা করেন।