৪৫

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে লালমনিরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বাষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ রাজীব আহসান।
সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ৪৫টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোছা: দৌলতুন নেছা, জেলা ম্যানেজার, এভিসিবি তৃতীয় পর্যায় প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা ইএসডিও।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “গ্রাম আদালত কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হলে উচ্চ আদালতে মামলার চাপ কমবে। স্থানীয় পর্যায়ে মামলা নিষ্পত্তির হার বাড়াতে ইউনিয়নভিত্তিক মামলা গ্রহণ ও নিষ্পত্তির ওপর জোর দিতে হবে।”
এসময় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করতে করণীয় বিষয়ে মতামত দেন এবং প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।