Home » পীরগঞ্জে রংপুর জেলা প্রশাসক “স্বপ্ন-২য়” প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

পীরগঞ্জে রংপুর জেলা প্রশাসক “স্বপ্ন-২য়” প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

by Nobin Hasan
০ comments ২৯ views
A+A-
Reset
 রংপুর, ৫ ডিসেম্বর: রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নে বৃহস্পতিবার “স্বপ্ন-২য়” প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক জনাব রবিউল ফয়সাল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব খাদিজা বেগম এবং ইউএনডিপি রিজিওনাল কো-অর্ডিনেটর জনাব মোহাম্মুদুল হক মুকুল।
পরিদর্শনকালে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্থানীয় জনগণের উন্নয়নে এ ধরনের প্রকল্পের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ এনামুল হক শাহীন, প্রজেক্ট কো-অর্ডিনেটর আইয়ুব হোসেন সুজন, প্রজেক্ট অফিসার মো: মিজানুর রহমান এবং ইউনিয়নকর্মী লিমা খাতুন।
উল্লেখ্য, “স্বপ্ন-২য়” প্রকল্পটি ইউনিয়ন পর্যায়ে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র