Home » পিকেএসএফ-এর উদ্যোগে মৎস্য খাত উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা শুরু

পিকেএসএফ-এর উদ্যোগে মৎস্য খাত উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা শুরু

by Nobin Hasan
০ comments ৩৩ views
A+A-
Reset

পিকেএসএফ-এর উদ্যোগে মৎস্য খাত উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা শুরুপল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উদ্যোগে মৎস্য খাতের উন্নয়ন, কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাজেট তদারকির ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৪টি এনজিওর মৎস্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণের প্রথম দিন ইএসডিও কর্তৃক বাস্তবায়িত কৃষি ইউনিটের আওতাভুক্ত মৎস্য খাতের সফল উদ্যোক্তাদের প্রদর্শনী পরিদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। উদ্যোক্তারা তাঁদের মাছ চাষ ও উৎপাদন পদ্ধতি উপস্থাপন করেন এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপব্যবস্থাপক (কার্যক্রম) মেহেদী হাসান ওসমান এবং নেয়ামুল হাসান শোভন। ইএসডিও-র পক্ষ থেকে অংশগ্রহণ করেন হেড অব ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স মো. আইনুল হক, কৃষিবিদ বাবুল বণিক এবং মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ।প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাছ চাষের আধুনিক প্রযুক্তি, বাজেট ব্যবস্থাপনা, এবং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মশালা দেশের মৎস্য খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পিকেএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র