Home » পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদি প্রদান

পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদি প্রদান

by admin
০ comments ৪৩ views
A+A-
Reset

৯ মার্চ ২০২৫, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে সংস্থায় কর্মরত মোছাঃ ফিরোজা বেগম, প্রোগ্রাম ম্যানেজার, পিএস (পরিচালক প্রশাসন), মোঃ আব্দুল মান্নান, হিসাব রক্ষক, বেরুবাড়ী ২ শাখা, মাইক্রোফিন্যান্স কর্মসূচি এবং কমিউনিটি ফ্যাসিলেটর, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের এস্তেল্লা টপ্প্য এর হাতে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার এবং সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম। এসময় সংস্থার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র