প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৩:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৩:০৯ পূর্বাহ্ণ
দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়তে দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সাদামহল কাটা বাড়ী কমিউনিটিতে আলোচনা সভা, দূর্যোগ মহড়া এবং র্যালির আয়োজন করা হয়েছে। “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইএসডিও থ্রাইভ প্রকল্পের উদ্যোগে এবং হেকস্/ইপারের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ আতাউর রহমান। তাঁর নেতৃত্বে ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যরা দূর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং একটি বাস্তবসম্মত দূর্যোগ মহড়া পরিচালনা করেন। এতে উপস্থিত কমিউনিটির সদস্যরা দূর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির বিষয়ে ধারণা লাভ করেন।
কমিউনিটির রাজা হেমরম ও শিথিল হেমরমসহ ইএসডিও থ্রাইভ প্রকল্পের উন্নয়নকর্মীরা এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একটি র্যালিতে অংশ নেন, যা কমিউনিটির ভেতরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছিল।
এ ধরনের উদ্যোগ দূর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণকে সচেতন ও সক্ষম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
ই এ স ডি ও ’ র নি য় মি ত মু খ প ত্র