Home » ঠাকুরগাঁওয়ে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়নে যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়নে যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ২৯ views
A+A-
Reset

  ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ফাড়াবাড়ী কলাবাগান গ্রামে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ‘রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)’ এর অধীনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), খামারি ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসিএফ (প্রাণি খাদ্যের বাজার উন্নয়ন) মো. হাসানুর রহমান, ভিসিএফ (প্রাণিসম্পদ সেবার বাজার উন্নয়ন) ডাঃ মোঃ জাহিদ হোসেন, ইএসডিও’র মাঠকর্মী লিনা বেগম এবং এসিআই এগ্রোভেট-এর বিক্রয় প্রতিনিধি মোঃ মামুন ইসলাম। এছাড়াও এলএসপি, প্রাণি খাদ্য ব্যবসায়ী, ঘাস ব্যবসায়ী, লিড খামারি সহ প্রায় দেড় শতাধিক খামারি উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে ভিসিএফ মো. হাসানুর রহমান আরএমটিপি প্রকল্পের সামগ্রিক কার্যক্রম ও প্রাণি খাদ্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। ডাঃ মোঃ জাহিদ হোসেন খামারিদের নিরাপদ দুধ ও মাংস উৎপাদন, আসন্ন লাম্পি স্কিন ডিজিজ ও তার ভ্যাক্সিনেশন সংক্রান্ত নির্দেশনা প্রদান করেন। লিড খামারিরা রেডিফিড, ঘাস, সাইলেজ ও পুষ্টি প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে খামারিদের মধ্যে লাকি কুপন ড্র-এর মাধ্যমে ২৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী খামারিরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, তারা এ ধরনের কার্যক্রম থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা লাভ করেছেন যা তাদের খামারে বাস্তবায়ন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান। তারা নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

4o

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র