Home » ঠাকুরগাঁওয়ে আরএমটিপি প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুধ উৎপাদন বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আরএমটিপি প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুধ উৎপাদন বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

by Nobin Hasan
০ comments ৪২ views
A+A-
Reset

ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীরহাট কেশোরবাড়ী গ্রামে শনিবার (২৩ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)-এর আওতায় যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

এই মাঠ দিবসটি নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), খামারি ও অন্যান্য অংশীদারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশোরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপি রাণী। সভাপতিত্ব, সঞ্চালনা ও আলোচনায় ছিলেন ভিসিএফ মো. হাসানুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন এভিসিএফ মো. আবুল হাসেম, ইএসডিও’র উন্নয়নকর্মী, এলএসপি, প্রাণি খাদ্য ব্যবসায়ী, ঘাস ব্যবসায়ী, লিড খামারি সহ প্রায় দেড় শতাধিক খামারি।

ভিসিএফ মো. হাসানুর রহমান আরএমটিপি প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং খামারিদের নিরাপদ দুধ ও মাংস উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন। লিড খামারিরা রেডিফিড, ঘাস, সাইলেজ ও পুষ্টি প্রযুক্তি ব্যবহার বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে লাকি কুপনের মাধ্যমে ২১ জন খামারিকে পুরস্কৃত করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।

খামারিরা জানান, এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তারা নতুন জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছেন, যা তাদের খামার ব্যবস্থাপনায় কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে সচেষ্ট থাকতে সাহায্য করবে।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র