প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৩:০৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪। হেকস্ / ইপারের সহযোগিতায় ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর ইএসডিও অফিস প্রাঙ্গণে এই দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দূর্যোগ মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মামুন-উর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন এবং ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ মোজাম্মেল হক। এছাড়া ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যবৃন্দ, হরিজন ঐক্য পরিষদের প্রতিনিধি রাজুবাসফোর, এবং ইএসডিও-থ্রাইভ প্রকল্পের উন্নয়ন কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। ফায়ার সার্ভিসের নেতৃত্বে আয়োজিত মহড়ায় দুর্যোগকালীন সঠিক পদক্ষেপ ও নিরাপত্তা বজায় রাখার নানা দিক প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির প্রচারণা চালানো হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দুর্যোগ সহনশীল সমাজ গড়তে আগ্রহী করে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ই এ স ডি ও ’ র নি য় মি ত মু খ প ত্র