৫৩
ঠাকুরগাঁওয়ে ইএসডিও-এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনলাইন ভিত্তিক (GEMS, PMIS, CUS) এবং জেন্ডার অন্তর্ভুক্ত মনিটরিং সিস্টেম বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। রংপুর বিভাগের ৮ জেলার জেলা ম্যানেজার এবং উপজেলা সমন্বয়কারীরা ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি ঠাকুরগাঁও জেলার গোবিন্দ নগরে অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যানালিস্ট, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এনামুল হক খসরু এবং ট্রেনিং অ্যাসোসিয়েট ক্যাপাসিটি বিল্ডিং, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) সাদিয়া তামান্না।
“বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণটি আয়োজন করা হয়, যা যৌথভাবে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন (EU), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), এবং বাংলাদেশ সরকার। প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইএসডিও।
এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমে আরও দক্ষতার সাথে অনলাইন মনিটরিং সিস্টেম পরিচালনায় সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।