জলঢাকায় জেএনও-ওয়াশ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নীলফামারী জেলার জলঢাকায় মাধ্যমিক বিদ্যালয়গুলোর ওয়াশ (ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন) সুবিধা উন্নত করার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে "জেএনও-ওয়াশ প্রকল্প" এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার জলঢাকা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
উপজেলা নির্বাহী অফিসার জি. আর. সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার সহকারী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মোঃ কামরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল গফুর তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল হক , জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মশিউর রহমান , প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিষ্ট পংকজ ময় ত্রিপুরা , ইএসডিও’র হেড অফ ফিল্ড অপারেশন আবু জাফর নূর মোহাম্মদ ,ইএসডিও জেএনও ওয়াশ প্রজেক্ট ম্যানেজার , মোঃ আব্দুল মান্নান । সভায় জেএনও-ওয়াশ প্রকল্পভূক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে জলঢাকা উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসার প্রায় ১৪,০০০ শিক্ষার্থী, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা, সরাসরি উপকৃত হবে। প্রকল্পটি বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়গুলোতে উন্নত ওয়াশ সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ওয়াশ, স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করা।সভায় জেএনও-ওয়াশ প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট পংকজ ময় ত্রিপুরা। সভার সঞ্চালনা করেন ইএসডিও জেএনও-ওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান।
জাপান ন্যাশনাল অফিস (জেএনও) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইএসডিও। প্রকল্পটি একিভূত মানসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।