৩০
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর জেএনও-ওয়াশ প্রকল্পের অধীনে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থাপনা ও পুষ্টি বিষয়ক সাধারণ সভা মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) জলঢাকা ইএসডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল গফুর, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা অফিসার, শিক্ষা অফিসার, পল্লী উন্নয়ন অফিসার, যুব উন্নয়ন অফিসারসহ ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
ইএসডিও’র পক্ষে মো. আব্দুল মান্নান, প্রজেক্ট ম্যানেজার, জেএনও-ওয়াশ প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
সভায় সদস্য সচিব মো. আব্দুল গফুর প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন এবং ইএসডিও’র উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “জেএনও-ওয়াশ প্রকল্প শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি চর্চার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে, যা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা নির্বাহী অফিসার মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “ভালো স্বাস্থ্যবিধি চর্চার অভাব, মাসিক ব্যবস্থাপনা ও জেন্ডার সংবেদনশীল ওয়াশ ব্যবস্থাপনার অভাবে অনেক শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে পড়ছে। এই প্রকল্প মেয়েদের আত্মপ্রত্যয়ী করে তুলবে এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে।”
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ১২৫ জন বন্ধু শিশু পরিবারের মাঝে স্মোকলেস রান্নার চুলা বিতরণ করেন।
প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।