Home » জয়নাল আবেদীন স্মরণ সভা, উচ্চশিক্ষা বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়নাল আবেদীন স্মরণ সভা, উচ্চশিক্ষা বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

by admin
০ comments ৩৫ views
A+A-
Reset

৭ মার্চ ২০২৫ তারিখ বিকেলে জয়নাল আবেদীন স্মৃতি পরিষদ কর্তৃক জয়নাল আবেদীন স্মরণ সভা, উচ্চশিক্ষা বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জয়নাল আবেদীন স্মৃতি পরিষদ কর্তৃক উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার এবং ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম।

জয়নাল আবেদীন স্মৃতি পরিষদের সভাপতি মুহম্মদ জালাল উদ-দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার সুশিল সমাজের প্রতিনিধি এবং স্মৃতি পরিষদের সদস্যবৃন্দ মরহুম জয়নাল আবেদীন-এর জীবনের নানা বিষয় নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানের শেষে মরহুমের মাগফিরাতের জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করা হয়।

উল্লেখ্য, মরহুম জয়নাল আবেদীন, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যারের পিতা।

ইএসডিও বার্তা

ই এ স ডি ও ’ র  নি য় মি ত  মু খ প ত্র